এই ধরণীর গায়, জীবন দোলায়  
  নও-জোয়ান আছে যত-,
ওরা আগে যায়, ওরা আগে যায়
  ওরা নদীর স্রোতের মতো ।
শুধু বয়ে যায়, শুধু বয়ে যায়
  ওরা ঝড়ের হাওয়ার মতো,
শুধু ধেয়ে যায়, শুধু ধেয়ে যায়
   ওরা, করেই হাজার নত ,
এই ধরণীর গায়, জীবন দোলায়  
   নও-জোয়ান আছে যত ।
ওরা আগে যায়, ওরা আগে যায়
  ওরা নদীর স্রোতের মতো ।।


ওরা থামে না ,  ওরা ভাবে না ,
  ওরা, যাবে না কভু বলে না,
ওরা চলতে চলতে-, আর দলতে দলতে
  জানি, কিছুতেই- ওরা ঢলে না,
ওরা দুর্লভ তাই-,   সকলই সোণাই,
   ওরা, স্যাকরার কাছে গলে না,
ওরা 'হাজার সেনার- তাই একটি সেনা !'
  আজ, ওদের ছাড়া দেশ চলে না ।।


তাইতো তাদের-, ছাড়াই সাধের-
      স্বপনে নানান ক্ষত ।
এই ধরণীর গায়, জীবন দোলায়  
  নও-জোয়ান আছে যত- ।
ওরা আগে যায়, ওরা আগে যায়
  ওরা নদীর স্রোতের মতো ।।