মাস্টার দা, ক্ষুদিরাম-, কিংবা হোক গান্ধীজী
কিংবা হোক সবার সেরা- ‘দুঃসাহসী নেতাজি’,
কিংবা হোক না বিপিনচন্দ্র, কিংবা হোক মাতঙ্গিনী,
একই লক্ষ্যে-, বইতো বলে আমরা তাদের সবাই চিনি ।।


একই বুলি- কণ্ঠে কণ্ঠে ফুটতো যখন উঠতো ঝড়,
লাগতো গুলি, তবু তারা শিখিয়ে দিত- আরোই লড় ,
তাইতো তাদের- হৃদয় ছিল ‘স্বচ্ছ-সূচীর মন্দাকিনী’,
একই লক্ষ্যে-, বইতো বলে আমরা তাদের সবাই চিনি ।।


ঠিক যেন তারা নদীর ধারা, ঠিক যেন তারা ঝর্ণনা-ঝর ,
ঠিক যেন ছিল ওদের আশায়- সকলেরই সেই ‘শম্বর’
সেই শম্বর বিনাশ হলো, করলো যারা, করলো যিনি-
একই লক্ষ্যে- বইতো তারা, তাইতো তাদের আমরা চিনি ।।


মূর্তি তাদের তাইতো গড়া-, ভারত মাঝে, হৃদয় মাঝে-,
সে হৃদয় সকল তাজে, জানি ওগো- সদাই রাজে,
তাইতো তাদের ধরার কাছে- আমরা চির জীবন-ঋণী,
একই লক্ষ্যে- বইতো বলে, আমরা তাদের সবাই চিনি ।।