একটি দিনের জন্যে-
যারা দিয়ে গেছে এই ধরণীর তলে জ্যান্ত বলিদান,
যারা রক্তের নদী গড়িয়ে দিয়েছে- গড়েছে রক্ত’বান,        
একটি দিনের জন্যে-
যারা সহস্র দিনের স্বাধীনতাকে- দিয়েছে মহানপ্রাণ,
তাদের তরে আজকে ওরে- গা’রে স্বাধীন গান
                        তোরা গা’রে স্বাধীন গান ।।


একটি দিনের জন্যে-,
ওই রাত দুপুরের ঘুমটা ফেলে শান্তির ঘুম দিল,
যারা ফিরেই আশার শান্তনাটা- সবারে দিয়েই ছিল,
একটি দিনের জন্যে-
যারা সাত সাত দিন না খেয়ে কিছু এনেছে শক্তিবান,
তাদের তরে আজকে ওরে- গা’রে স্বাধীন গান
                        তোরা গা’রে স্বাধীন গান ।।


একটি দিনের জন্যে-
যারা জাতি অজাতির- পথটি ফেলে একটি পথেই গেছে,
যারা ভায়ে ভায়ে হয়ে গেছে শুধু বয়ে- আপন নিরালা বেচে,
একটি দিনের জন্যে-
যারা সারা সারা দিন জীবনের দ্বারে, করে গেছে শুধু দান,
তাদের তরে আজকে ওরে-, তোরা গা’রে স্বাধীন গান
                                তোরা গা’রে স্বাধীন গান ।।