নিভেছে প্রদীপ, জ্বলেছে ধূপ
ভীষন জ্বালায় আমি যে খুব
            এপাশ থেকে ওপাশ
ছট-ফটিয়ে লাফের সাথে
তিড়িং-বিড়িং করি যাতে
              শান্ত হয় দু-পাশ ।।


জ্বলন, মানে ধূপের কাছে
ছাই আর- ধোঁয়াও আছে,
          তারই হাজার প্রকাশ
করে যাই ব্যথাই নিয়ে-,
ছাই আর ধোঁয়াকে দিয়ে
           মনেই মনে সাবাস্ !


এ আমার ললাট লিখন,
শুধু বাইরের চাকের-চিকন
           দেখেই নানান আশ,
হায় রে- এমন মানব
বেঁচে থাকা মানেই দানব,
          পাই , তারই শুধু আভাস্  ।।