ছুঁয়ে ছিল সেদিন
  আমার হাতের পরশ
-তারই হাত ।
হয়ে ছিল যেদিন-
   ঝিরি ঝিরি বরষ্,
দিবা ও রাত ।।


ভালোবাসা সেদিন-
   অমল হৃদয় পাশে
হয়ে ছিল রঙিন,
   হলুদ ফুলের ঘাসে
নেচে নেচে করেছিল-
    শত, শত উন্মাদ-!
হয়ে ছিল যেদিন-,
   ঝিরি ঝিরি বরষ্
দিবা ও রাত ।।
ছুঁয়ে ছিল সেদিন -,
  আমার হাতের পরশ
-তারই হাত ।।


পাখনাও মেলে-
  মনটা তখন,
অমল হৃদয় পাশে
   জানি না কখন
নীল কালো দুয়ে মিশে
   হয়ে ছিল ছাদ !
হয়ে ছিল সেদিন-,
   ঝিরি ঝিরি বরষ্
দিবা ও রাত ।।


তুমি বলে ছিলে-
  এ হাত বাঁধা,
তবু ছেড়ে দিলে-,
  সব আধা আধা
করে দিয়ে তুমি-,
  দিলে শত ঘাত !
ছুঁয়ে ছিল যেদিন-,
  আমার হাতের পরশ
তারই হাত ।।