আকাশ থেকে পড়বে ঝরে- দু-এক লাইন
তা নিয়ে ঠিক লেখা হবে আবোল-তাবোল,
কেউ বলবে এটা যে ঠিক- বৃহত পাইন,
কেউ বলবে মোটেই নয়-, বেকার শাবোল ।


বাতাস তখন দুলিয়ে দেবে কথার খেই
ফুটিয়ে দেবে সাদা-কালো রঙিন ফুল,
কেউ বলবে এ ফুলেতো সুবাস নেই-,
কেউ বলবে- এ ফুলেতো হাজার ভুল ।


মৌমাছিরা ভাববে তখন যাবো না আর
বাসি ফুলে, পাঁপড়ি খসা, ফুলের মাঝে-,
কেউ বলবে নাই বা আসুক! কি দরকার?
ও গুলো তো পচা এবং গন্ধে- বাজে !


তখন ঢেউ ঠিক বুকেতে আছাড় খাবে,
খাবে বৈকি-! হবে আরো মোমের গলন,
কেউ বলবে এই কবিটা- যাবেই যাবে,
রসাতলে-, একদিন তার- হবে স্খলন ।


কিন্তু আমার ভাগ্য-ভালে এমন নেই-,
কারণ আমার ভাগ্য থাকে কলম ডোগায়,
আঁচড় কেটে- নিতে হবে কথার খেই
আকাশ, বাতাস, সবাই যখন সবই জোগায় ।