যেদিন তুমি- ভালোবেসে
করবে তুলনা
সেদিন তোমায় দেখতে এসে
থমকে যাবো না ।


সাজিয়ে দেবো- ফুল-তিলকে
সুন্দর মুখখানি
এমন সাহস আর দেবে কে-!
‘বললে হয়তো মানি-’ ।


কারণ আমি ভালোবেসে
করিনি কোনো ভুল-,
সব কাহিনীর পরিশেষে-
যখন আমিই মূল ।


তবু তোমার সাজিয়ে যাবো
ওহে নুতন বর
আলোকিত করেই যাবো
তোমার বাসর ঘর ।


হয়তো আমি গরীব বলে
সঙ্গে নিলে না
তবু এ মন কাদের দলে
এ মন ভুলবে না ।


সেদিন তোমায় বলবো না আর
ঘুরতে যাবে কি ?
সেদিন পরে- আমায় কি আর
দেখতে পাবে কি ?


সেদিন ভাবো, হারিয়ে যাবো
কেমন ওড়না ফাঁসে-,
সাজিয়ে, তবু- বসিয়ে যাবো
নুতন বৌয়ের পাশে  ।