এ মন যখন উড়তে চায়, জুড়তে চায় সকল
             তখনই- ‘নকল’
সেই অবিকল- শীর্ষতে চায় দখল ।।


এ মন যখন সবার মাঝে- থাকতে চায় জুড়েই
             তখনই- নকল
কালের পেঁচা হয়ে এসে বসে মাথার চূড়েই- ।।


              এমনই করেই-
       উড়ন্ত সেই হৃদয় যায় পুড়েই ।


      এমনই করেই- সাজে নকল
           যেন- ‘বৃক্ষ-বকল’ ।।