তোর ভালোতেই সবার যদি ভালো হতো-
বল না সখী, তবে রে তোর- কেমন হতো ?
নিশ্চই'তা- আমার মনে-
ভালোবাসা, ঠিক গোপনে
তোর জন্য একরাশ ঠিক জমেই যেতো-,
তোর ভালোতেই সবার যদি ভালো হতো ।।


তোর ভালোতেই সবার মনের সকল ক্ষত
এক নিমেশেই-  যদি সকল বাষ্প হতো !
নিশ্চই'তা- আমার মনে
তোর জন্যেই ক্ষণে ক্ষণে
একরাশ ঠিক গোলাপ গোছা জমেই যেতো,
তোর ভালোতেই সবার যদি- ভালো হতো ।।


তোর ভালোতেই- আবার জানিস্ ! জগতটাতে-
অন্ধকার, তার বাঁচার জন্যে- হাতটা পাতে,
তবে সখী, বল্ না দেখি-
তোর ভালোতেই কতটা লেখি ?
কতটা তোর আপন হলে- নিজের হাতে
ভালো হবো, তোর কাছে আর জগতটাতে  ।।


তুই যদি চাস্ সেই ভালোটা- নিজেই পেতে,
হয়তো তবে নিজেই যেতে হবেই ক্ষেতে,
শয়তানদের হৃদয় মাঝে-,
কিংবা- যারা মুর্ছা লাজে,
কিংবা যারা সকল কাজে পারে না যেতে-,
তুই যদি চাস্- সেই ভালোটাই নিজেই পেতে ।।


আচ্ছা সখী ! তোর যদি কেউ- পথের মাঝে
দাঁড়িয়ে থেকে ঠিক গোপনেই সকাল সাঁঝে
দোয়া মাগে, 'ভালো থাকিস্'-!
জগতটাকে- ভালোই রাখিস্,
তবে সখী বলতে পারিস্ ! এমন কাজে-
তার জন্যে কতটা ভালো- চাইবি মাঝে ?