জানতে চাই-
আছে কি তোর-! তেমন হৃদয়,
এই ধরণীর তলে ?
আছে কি তোর- তেমন হৃদয় !
যাতে জগত দোলে ।


জানতে চাই-,
আছে কি তোর- তেমন হৃদয়
সদা যে- জ্বলজ্বল ?
জানতে চাই ,
আছে কি তোর- তেমন হৃদয় ?
সদা যে ছলছল ।


আমি, জানতে যা- চাই
আজ, তাহা-ই  বলে যাই- ।


দোলা তোর জগত মাঝে
যখন, তুই  ব্যস্ত কাজে-,
   তখন, হৃদয় জ্বলে ?
তখন সেই হৃদয় থেকে
কখনো কি গেছে এঁকে-
কোনো রকম ছলে
কারোর কথা-, কারোর ব্যথা
কিংবা কারোর- আকুলতা ?
তবে, তা হলে-
সেই হৃদয়টা আমায় দিস্ !
বিনিময়ে- কিছুই নিস্ !
দেবো তা হলে- ।


বুঝবি না-,
আমি, আমার- জীবন কালে,
প্রতি পায়ের তালে তালে,
খুঁজছি একটা এমন হৃদয়-
যে সারাদিন থাকে সদয় ।
যে সারাদিন ‘স্ব’-কে ছেড়ে
‘সু’-এর তরে যায় যে বেড়ে ।
যে সারাদিন- দুখের কথায়
অশ্রু ঝরায়- প্রতি পাতায় ।
যে সারাদিন- পরের মনে
বিরাজ করে প্রতি ক্ষণে ।
যে সারাদিন-, নিজের বলে
বাঁচে না যে, একটু হলে- ।


জানতে চাই- ,
আছে কি তোর- তেমন হৃদয় !
এই ধরণীর তলে ?
আছে কি তোর- তেমন হৃদয় !
যাতে জগত দোলে ।।