অন্ধকারের মালিক আমি-,
আলো পাবো কোথায় ?
এই জীবনে- কালো ছাড়া
ভালো পাবো কোথায় ?
তাইতো রাজা, কালোর কাছে
তবু- বাঁচার আশা আছে,
ওপার হতে ডাক না এলে
যাবো বলো কোথায় ?
অন্ধকারের মালিক আমি-,
আলো পাবো কোথায় ?


চোখেরও যে পাতা আছে
স্পর্শে বুঝবো কেমন ?
চোখের সাথে দুইটি হাত
নেই যে- জানে, এ মন !
প্রার্থনা তাই করিনা আর
ভাগ্যে যখন এতই আঁধার,
কি করি আর, তবে গো এবার
থাকি, ছিলাম-, যেমন ।
চোখের সাথে দুইটি হাত
নেই যে- জানে, এ মন !


তবু আমার মন ধরে না
যাবো তোমার কাছে
বলেই দেবে, তখন তুমি-
এমন মানব আছে !
কিন্তু, আমার এই বিধাতা-,
বানাবে কেন আমায় যা তা !
চোখ ও হাতের সাথেই ঠিক
পা’ও- রেখেছে পাছে !
বলবে কেন-? এই জগতে
এমন মানব আছে !


খুশিতো তাই- এই জীবনে,
সকাল হতে সন্ধ্যে,
কি বা যাবে- তাতে তার
পঙ্গু হলে বা অন্ধে !
পায়ের সাথে- হাতটা নেই ,
তবুকি বাঁচার আশাও নেই ?
অনেক আছে, দীর্ঘ আয়ু-,
হাজারো ভরা মন্দে- !
কি বা যাবে- তাতে তার
পঙ্গু হলে বা অন্ধে !


নিজের রূপ কেমনে তা-
যদি বা দেখিনি-,
তবু কি তোমার পায়ের পড়বো ?
আমি তো শেখিনি !
তোমার আসন- হয়তো হবে
সোনায় মোড়া, কিংবা লবে,
কি- বা হবে, কারণ আমি
চোখে তো দেখিনি ।
কারণ আমি- হাঁটতে তো শেখিনি,
কারণ আমি-, স্পর্শতো করিনি !


তা-, যদি বা আছো তুমি
এই জগতের মাঝে-,
আমার মতোই কি ঠিক এমন
তোমারও কি- সাজে ?
তুমি যে আল্লা, তুমি যে ভগবান,
তোমাদের কি- নেই অপমান ?
যদি বা নেই- কোনো রটনাই,
তবে-, মুখটা ঢাকো লাজে ।
যদি বা আছো চুপি সারেই
এই জগতের মাঝে ।