মান, নয় অভিমান,
হবে শুধু গুনগান
মাস, সাল ধরে-,
যদি, ক্ষমা করো মোরে ।


ওগো প্রিয়-, মোরে
ক্ষমা করো, ওরে-
নিয়তির এমন খেলায়-
শুধু, চোখে- জল ঝরে ।
তুমি , ক্ষমা করো মোরে,
তুমি , ক্ষমা করো মোরে ।


হৃদয়ে ব্যথার ফুল,
ভাঙে তবু- সব ভুল
সেই দিন পরে,
তুমি, ক্ষমা করো মোরে ।


ভালোতো বেসেছি খুব,
তবু যদি- বেবকুফ
করে ফেলি, ওরে-
তবে, ক্ষমা করো মোরে,
তবে, ক্ষমা করো মোরে ।