যে বন্ধু- আছে আমার এ মনে
তাকে, ছাড়বো বলো আমি কেমনে ।
সে যে চোখের তারা
      আর রাতের তারা,
চিকিচিকি-ঝিকঝিক নয়নে ।
তাকে ছাড়বো বলো আমি কেমনে
যে বন্ধু আছে আমার- এ মনে ।।


যে বন্ধু আমার সব আশাতে,
আমি রেখেছি তাকে- ভালোবাসাতে ।
সে যে কলিরি ভাষা,
        বুঝে লাগেরে খাসা
এই ঘুম ভাঙা নয়নের স্বপনে ।
তাকে ছাড়বো বলো আমি কেমনে
যে বন্ধু- আছে আমার এ মনে ।।


জীবন যে থেমে যাবে নিশ্বাসে-,
জানি, চাপা পড়ে যাবে সব বিশ্বাসে ।
তবু শেষ হবে না-
         ভালোবাসারে সোনা,
থেকে যাবে- স্মৃতি হয়ে তেমনে ,
যে বন্ধু- আছে আমার এ মনে
তাকে ছাড়বো বলো আমি কেমনে ।।