সেই ফুল ফোটেনি,
যে ফুলে- গাঁথবে মালা
সেই ফুল জোটেনি,
যে ফুলে গাঁথবে বালা-
সেই ফুল ফোটেনি ।
কলি-রা কোথায় তবে !
ঘুমিয়ে আছে কি- সবে?
তাই বুঝি-, বাতাসেতে
কেন সুখ ছোটেনি ।
যে ফুলেতে গাঁথবে মালা
সেই ফুল জোটেনি ।


তবে বলো- কেমন করে
আমার এই গলাতে
না পরিয়ে- মালা, ভোরে
মনটা দিলে চলাতে ?
না হয় ঘুমিয়ে ওরা-,
একদিন- ভরবে ধরা,
যদি বা সুবাসেরা
আজ কোনো ছোটেনি- ।
যে ফুলে গাঁথবে মালা
সে ফুল- জোটেনি ।।


তবে বালা চুপিসার
ভোরের এই আনমনে
ভাবছো কি- বারেবার
একলা ঘরে কোণে ?
হোক না ওরা বাসি-,
তবু তাকে ভালোবাসি,
তোমার ওই পরশ আজ
মালাতে মোটে নেই ।
যে ফুলে গাঁথবে বালা-
সেই ফুল ফোটেনি ।।