জীবন মানেই দিগন্তে ধাওয়া-,
জীবন মানেই জয়,
জীবন মানেই এগিয়ে যাওয়া
পিছিয়ে পড়া নয় ।।
জীবন মানেই আর এক জীবন,
বাসবে ভালো-, এই ভোলা মন
সকল মনের সকল ঘরের-
দুঃখ করেই ক্ষয়,
জীবন মানেই বাসবে ভালো-,
হাটিয়ে নানান ভয় ।
জীবন মানেই দিগন্তে ধাওয়া-,
জীবন মানেই জয় ।।


জীবন মানেই ওদের পাশে-,
সকাল থেকে সাঁঝ,
জীবন মানেই নীল আকাশে
দুঃখ রেখেই নাচ ।।
জীবন মানেই জাতপাত নয়
সবার কাছেই এক পরিচয়-
সকল কালে, সবার ঘরের
থেকেই আলোকময়,
জীবন মানেই 'ভালোবাসা',
সবারে দিতে হয়- ।
জীবন মানেই দিগন্তে ধাওয়া-,
জীবন মানেই জয় ।।


জীবন মানেই- একটু তুমি,
পাশেই আমার শ্বাস,
জীবন মানেই ভুখা পেটের
সাথেই দীর্ঘ-বাস ।
জীবন মানেই আমি কি একা !
'ওরাও সবাই'- পাতায় লেখা !
সকাল সাঁঝে-, হৃদয় মাঝে
থাকলে- হৃদয় কয়,
জীবন মানেই- এই জগতে
একার জীবন নয় ।
জীবন মানেই তুমি ও আমি-,
ভালোবাসায় করি জয় ।।