তোমাদের বুকে-, ঠাঁই নেবো সুখে,
এ আশা আমার আছে এই বুকে ।
হাঁটা তাই আজো তোমাদের পাশে,
কিন্তু, এ কোন শকুনেরা ভাসে?
যে পথে আমি- হেঁটে হেঁটে যাইরে ।
              হায় রে-,


আজ, একা একা আমি হাঁটছি পথে,
   হৃদয়েতে শুধু- জমছে ক্ষতে ।
কেউ কোথা কেন নাইরে-?
আমি যেই পথে যাই-,
         সেই পথে যেন
       বন্ধুর দেখা পাইরে  ।
আমি সেই পথে যেন বন্ধুর দেখা পাইরে ।।


আমি কোন পথে তবে যাইরে ?
আমি কোন পথে ভাই যাইরে ?


তবে কি সবে- এক পথে যায়
যেই পথে- মন দেয় না হাঁটায় ।
এই পথে কেন
         আসে না তারা ?
      বার বার শুধু হায়’রে- ।
আমি সেই পথে যেন তোমাদের দেখা পাইরে ।
আমি যেই পথে যাই-,
                  সেই পথে যেন
                   বন্ধুর দেখা পাইরে  ।।


তোমার বন্ধু বলে- তোমারে জানাই,
আমার এই বুকে- তোমাদেরই ঠাঁই,
দিয়েছি আমি, তবে কেন একা,
শুধু একা একা-,
        হেঁটেই আজো যাইরে?
আমি যেই পথে যাই-,
               সেই পথে যেন
                  তোমাদের দেখা পাইরে- ।।