চাই সেইদিন তোমার সাথ
শিশির ভেজানো ঘাসে
চাই সেইদিন একটি হাত-,
আমার এ হাতের পাশে ।
চাই সেইদিন-, ,যুদ্ধ যেদিন
অন্তিম নিশ্বাসে-  ।।


আমার   সকালটা আর কাটে না ঠিক,
       কোকিলে কিংবা শিশিরে,
আমার    হারমনি আর তবলার তাল-
      জ্বলানঞ্জলি দিসি’রে- ।
আমি     ভুল পথে পথে, যেতে যেতে যেতে
      ভুল পথে শুধু মিশিরে ,
আমার    সকালটা আর কাটে না ঠিক
      কোকিলে কিংবা শিশিরে ।।


বিরহ গীতি, লিখি যে আজ-,
বিরহ প্রেমের প্রীতিরে
মনে পড়ে গেলে সেদিনের দিন-,
ভেঙে যায় সব ভীতিরে ।
মনে পড়ে যায়, কত না রঙিন
স্বপ্ন দেখার স্মৃতিরে ।।


আমার     ব্যথার কথা বলবো কারে,
      যখন জীবন- বৃথারে,
আমার     জীবন দ্বারের হৃদ মাঝারে-
      যখন নেই আর মিতারে ।
আমি      গুছিয়ে রাখবো কয়েকটা কাঠ,
     সাজিয়ে রাখবো চিতারে,
আমার     ব্যথার কথা বলবো কারে,
      যখন জীবন- বৃথারে ।।


আমি, চাই সেইদিন তোমারও সাথ
শিশির ভেজানো ঘাসে,
আমি চাই সেইদিন একটি হাত
আমার এ হাতের পাশে
আমি, চাই সেইদিন-, আমার যেদিন-
অন্তিম নিশ্বাসে- ।।