ওগো কুমোর টুলির প্রতিমা
তুমি একটু ফেল যতি মা-,
     এই টালির ছাওয়া ঘরে ।
আর করোনা কোনো ক্ষতি মা
বলো, কতটা করলে ভক্তি মা
    তোমার- দৃষ্টি আমার পরে ?
    -এই, টালির ছাওয়া ঘরে
তুমি একটু ফেল যতি মা ।
ও হে- কুমোর টুলির প্রতিমা ।।


তুমি আসিবে দুলি দুলি
কিংবা বানেতে পাল তুলি-,
    এই পূজোর শুভ লগনে- ।
আমি শুনেছি তোমারি মহিমা ,
তাই-, ভকতি দিয়ে গড়ি মা
    তুমি আমারে রাখো এ মনে ।
  আজি, দেখিবো-,
    আমি, দেখিবো তোমার মহিমা ।
   ওগো কুমোর টুলির প্রতিমা
     তুমি একটু ফেল যতি মা ।।


আজি ভকতির কাছে শকতি
পেয়ে, করোজোড়ে করি মিনতি
        তুমি দিয়ো গো বস্ত্র, আহার ।
আমি মানি গো, তোমায় জানি মা,
  তুমি গরীবের কাছে বাণী মা ,
       তুমি আনিবে জীবনে বাহার ।
নয়তো-, জমে যাবে ফের গ্লানি মা ।
   ওগো কুমোর টুলির প্রতিমা
     তুমি একটু ফেল যতি মা ।।