সবার কাছে-
পূজোর ছুটি- মানে পূজোয় আনম্দ,
আমার কাছে-,
পূজোর ছুটি- মানে নেই আনন্দ ।
কারণ আমি
আমার মাঝে করি নাকো কোনো বাস,
কারণ দামি-
নিজের কাছে হলেও-, 'ওদেরই পরিহাস' ।


কারণ তাদের
পাশেই আমি থাকি না হয়ে- ছায়া,
স্বর্গ স্বাদের
জীবন বাদের খাতায়- এখন ভায়া ।
‘পরিহাস’তো বটে-’
কারণ আমার মনুষ্যত্ব- উধাও
তাইতো রটে,
জীবন আমার ব্যর্থ, বলে খুদাও-।


নিজেরটা বলি
কাশের মেলা আসতে না আসতেই
সবিনয়ে ঢলি
নানান রকম নিজ স্বার্থের আশ’তেই ।
পেঁজা তুলোয়
ভরা ওই- স্বার্থ লাভের লোভেতে,
নিজেকে গুলোই
নোংরা ভরা আর্বজনার ভবেতে ।


কিন্তু সবু-
নিজের কথা ছাড়া- তাদের কথা
ভুলেই কভু
ভাঙতে যাই না যে- নানান প্রথা ।
ভানটা তাই
যেন কিছুই দেখতে পাই না আমি,
তবে ভাই
ওদের কাছে কেমনে হব দামি ?


তাইতো ভাবি
এবার পূজোয় ভাঙবো নিজের প্রথা,
করবো দাবি
নিজের সুখটি বিলিয়ে- আনবো ব্যথা ।
নয়তো হবে
স্বর্গ পূজা- বিনাই কোনো ঘটে
নয়তো তবে-
এবারও পূজায়- পরিহাস’তো বটে ।