আবার-
বিকেল হবে যখন,
বন্ধু, তুমি আমি মিলে-
খেলতে যাবো তখন ।


বন্ধু-,
তখন তুমি এসো-,
খেলার ছলে খিলখিলিয়ে
তখন তুমি হেসো ।


তোমার-
কোন খেলাটা বেশ ?
বললে আমায় ভালোই হতো-
অভিজ্ঞতার ভেস ।


খেলবো-,
পুরোই বিকেল আছে,
তবে আমি- যাই না বলো,
সব খেলাতেই পাছে ।


তবু-,
আবার- এসো তখন,
বিকেল বেলা খেলার মাঠে
সুর তুলবো যখন ।