খিদার পেটে খাবে কি?
আশা যাহা- পাবে কি?
নিত্য নুতন খবর বাঁধে–
‘আমার হাত তোমার কাঁধে’,
কিন্তু আমি বলবো কি–
মিছেই বকো, মিছেই বকি!


দেখছি তো সব জগতটাতে
রাখছে কে হাত হাতে হাতে ।
নিজের স্বার্থ ভাবছে তারা
একটু গবেট আছে যারা।
তোমরা তবে ভাবছো কি ?
খিদার পেটে খাবে কি- ?


এই দুনিয়া গোলক ধাঁধা
জানি সূর্য- একটু গাধা,
তবেই- দাদা শুনি আরো,
'পরো-উপকার করতে পারো'!
আরে দাদা মাপছো কি- ?
খিদার পেটে খাবে কি ?


পাবেই পাবে- বলছি না যে
কোনোই মিথ্যা, কোনোই বাজে ।
এই দুনিয়া আজব হোক্- !
মিলবে তবু- ‘অন্য ভোগ’ ।
সেই আশাতে হাসছো কি-?
এখনও বলবে- খাবো কি ?