পুরুষদের এই সমাজেই-, ভাবলেই বোঝা যাবে
কোথায় কেমন হচ্ছে সব নানান গন্ডগোল,
তার জন্যে ত্রি-চোখে নয়, দ্বি-নয়নেই পাবে
দেখতে এই পুরুষদের- কেমনে নানান রোল ।


সাজতে পারি মোরা একদিন, ভাঙতেও পারি খুব
যেন মোদের ভাঙা-গড়াই এক চুটকির খেল,
আমি যে এক পুরুষ, তাই থাকতে পারি না চুপ!
কথা দাও-, তাই নারী তুমি- না হতে আর ফেল


কেমনে বোঝবে! বলো তোমরা পুরুষরা কেমন জাতি ?
সংসার পাতা বড়ই বিপদ, এখন তোমার কাছে-,
আজকে হয়তো নারী, কাল- হয়তো রাতারাতি
ঝুলতে পারো, দ্বিধাই নেই-, যে কোনো এক গাছে !


বুঝে-সুঝে তাই হাঁটবে নারী- পুরুষরা এক বোমা,
‘ঘেন্না করে- আমি এক পুরুষ’, করোগো নারী ক্ষমা ।


*** কালকের পঠিত ফেসবুকের পাতায়- ঘটে যাওয়া যাদবপুরের ছাত্রীর ঘটনার উপর ভিত্তিতে এই লেখাটি এবং ধিক্কার জানালাম এমন কাজে জড়িত সমাজের সকল পুরুষ সমাজে কে- । পারলে ক্ষমা করবেন ।