পাই না খুঁজে সঠিকটা,
শুধুই জমা- বেঠিকটা ।
নিজেই পথেই- ভ্রষ্ট কারণ
পাই না খুঁজে সেই দিকটা ।


ভুল গুলো তাই আজবঘরে
কখনো-সখনো নুতন করে
সযত্নে- মালার মতোই,
গুঁথেই রাখে, বাহুর ডোরে ।


সেই দিকটা- জীবন নদী
বলেই আমায় দিতই যদি,
তবেই আমি হেঁটেই যেতাম-
নদীর সাথেই- নীরবধি ।


তাইতো বলি একটা কথা
যদি গো পাই সেই দিকটা,
তবে আমায়- অমর হতে
আটকে রাখার আছে কে টা-?