হিসাব আমার হারিয়ে যায় নতুন করে,
এই ধরনীর ধরনীতলের খাতার পাতায়,
যত ধ্বংসের তত অংশে- পাতাটি ভরে,
আজকে যখন- কোলাহলের আদিখ্যেতায় ।


ভাবলে তুমি অবাক হবে- এমন ভাগে,
যেই ভাগেতে- মা ও বাপ ঠিক রয়েছে,
যেই ভাগেতে এর জন্য  কি আর লাগে-
একটু হিংসা, তার জন্য- ঠিক হয়েছে!


ভাগাভাগিতে তিলের ঠাঁই শুনেছি খুব
কিন্তু তাহা- খুশির জন্য এই দুনিয়ায়,
কিন্তু এখন ভাগাভাগিতে এমন রূপ-,
ফলাফলের ফলে- কি তা শুনি আয় ।


এক মা তার জন্ম দিল- দুই সন্তান
তাদের বাবা খুবই গরীব তাদের মাঝে,
ধীরে ধীরে করল তাদের খুব বলিয়ান
শৈশব আর যৌবন ঠিক আনলো সাজে ।


সহানুভুতি- সেই দু’য়েরই এমন আজব
বলল সবাই ভাগ্যি হলে- এমনি মেলে,
মা বাপ তার ভাবলো শেষে এমন গাজব
চিরদিন যেন বজায় থাকে সুখের জেলে ।


কিন্তু, তাদের মা-বাবারা করল শেষে-,
দু’য়ের হাত- অন্য হাতে বেঁধেই দিল,  
তখন থেকে খানিকটা পল- একটু হেসে,
আর সারা কাল- এ’ঘর ও’ঘর কেটেই নিল ।


এমন কথা এই সমাজে নুতন কি আর!
এমন কথা- সবার কাছে খুব সেকালে,
হয়ত হবে-, কিন্তু তবে এমন আঁধার
তাদের উপর বয়েই যাবে- শেষ বিকালে?


এর সমাধান ফলাফলে সামান্য বৈ-
যদি খাতার পাতায় তোমার রূপটি দেখ,
কিছু ভাগের ফলাফলেতে- এমনই জয়ি,
আজকে শুধু-, 'ভাগাভাগির ভাগটা' শেখ ।