আলোর দ্বারা হাটিয়ে তোলে কালোর আলো
বিলীন করে-, হাসিয়ে তোলে- ভালোইবেসে,
চাঁদের মনে জমেই থাকা সকল কালো
আকাশে ওঠা সহস্র তারা- এক নিমেশে ।


চাঁদ জানে না-, কারণ তাহার দুঃখ হৃদয়
একলা থাকার কিংবা মনের সঙ্গী রিলে,
‘তারা’ তাদের কাহিনী মতে- খুবই সুদয়
ঝিকির-মিকির চাঁদনি রূপে চাঁদের দিলে ।


চাঁদটা তাই একাই নয় আকাশ রাতে
সঙ্গী-মিলে তারারা তাদের আপনজনা,
আমরা তবু চাঁদ একাকি ? করি যাতে-
প্রশ্ন গুলো- যেন কোনো রহস্য-কনা !


আসলে ওই চাঁদের বুকে কালোই যত
রূপক রূপে তারার আলো সদাই রত ।