নয়ন তাহার- কাজল মাখা,
কেশ যেন তাহার বটের ঝরি-,
আমার মনের মধ্যে থাকা-
না জানা এক কোন অচিনপরী ।


কল্পনাতে আসে সে যে ,
ডাক না দিয়ে ফুড়ুত করে-
উড়ে সে যায় গগন মাঝে ।
নিশি, দুপুর, কিংবা ভোরে ।


ভাবিই তারে- প্রতিটা ক্ষণের
অজানা এক নুতন গানে,
আঁকিই তারে- কেবল মনের
রামধনুর -ওই রঙের টানে ।


তারই দোলা- সদাই যেন ।
সুধাই, কেন? কেউ কি জানো ?