আকাশের মতো হইও নীল ।
পায়ে পায়ে যত ময়লা
ধুয়ে আজ করো হে মলিন,
মনে জমা শত কয়লা
হাটায়ে-, করো হে বিলীন ।
মন করো স্বচ্ছ-সরল
দিল করো- অ-মৃত দিল,
অমৃতে রেখো না গরল,
আকাশের মতো হইও নীল ।।


চোখ যত পাপ করেছে
সেই পাপ-, শূন্য করে-
ভাগ্যটা যত নুয়েছে-,
ততটাই- পুন্য ভরে
আকাশের- মতো হইও নীল ।।


হাত যদি আঘাতের পাশে
ফের যদি যায় গো চরে-
বোঝ, সেই দিনই- ঘাসে
শিশিরেরা যাবে গো ঝরে ।
সেইদিন হবে না আর মিল ।
আকাশের- মতো হইও নীল ।।