হয়তো ভাবলে-, বুক হবে দুরুদুরু,
হয়তো বললে- দুঃখের হবে ভেস,
‘জীবন তোমার আজকে যদি শুরু
কালকে তবে তোমার জীবন শেষ’ ।


এই না ভেবেই হয়ত- তুমি ভবে
পড়বে ভেঙে, মিশবে মেঘের সাথে,
ঝির ঝির ঝির তখন হয়ত সবে
ঝরবে, আর গাইবে সকাল রাতে ।


কিন্তু, দেখো, আমার কি হচ্ছে ভয়?
শুনছি আবার, হচ্ছেও আবার পড়া !
এটা শুধু- তোমার জীবনে নয় !
বলি- আমারও একই ধাঁচেই গড়া ।


তাইতো, বলি- যতই আছো ভবে,
‘আমার কথা- বেকার ভাববে সবে’ ।