*** পাঠের আগে জানিয়ে রাখি বোঝার সুবিধার্থে, কাল যে কবিতাটি লিখেছিলাম আসরে ‘জীবন মানেই মৃত্যু’ , তার পরের অংশটি  নীচে- দিলাম  ।


কাল পড়লে- ‘জীবন মানেই মৃত্যু’,
কাল পড়লে ‘ভাবতে হবে না আমায়’,
ভাবলাম আমি-, আজকে আবার, কিন্তু-
ভুল বলেছি পারলে- রাখো, ক্ষমায় ।


আজকে শুধু- একটি কথা বলতে
ছুটেই আসা তোমার মনের দ্বারে-,
‘জীবন কখনো পারে না কভু চলতে
পরের কাছে বারবার শুধু ধারে’ ।


নিজেরে নিজে- করতে হবে তাই
সকল যখন তোমার কাছেই থাকা,
‘কিছু করে যাও-’ এটাই বলবো ভাই
যখন তোমাতে আছেই সবই রাখা !


তাইতো বলি- আমিও সবই পাবো,
আজকে যদি তোমরা একটু ভাবো ।