যাবে নাকি- দূরেতে ?
অজানার সুরেতে- ?
তবে চলো, চলে যাই-
ওই মধু পুরেতে- ।
যেখানেই- মধু ছাড়া
নেই কোনো আড়া আড়া ।
মধু, মধু- এক ঠাঁই,
তবে চলো, চলে যাই-
ওই মধু পুরেতে- ।


প্রজাপ্রতি সেখানে-,
উড়ে উড়ে এ কানে
বলে শুধু আহা’তে-
যদি চাও নাহাতে
আসো এই পুরেতে ।
বেশি নয় দূরেতে-,
এই মধুপুরেতে- ।