দশটি মাস, দশটি দিন- গর্ভে ধরে
যে আমারে আলো দেখালো এই ধরণীর,
যে আমারে-, যন্ত্রনা সব তুচ্ছ করে
তিলে ও তিলে করছে তুলেছে  মহান বীর;


সে যে আমার ‘আপন দেহের হৃদয়’ তাই-
সকাল সন্ধ্যা তাকেই ছাড়া কি আর ভাবা ,
এই জনমে তাহার মতন কেউ যে না'ই- ,
তাহার মতন- উজ্জ্বল আর নেই যে আভা ।


তাহার আভায় ধীরে ও ধীরে তাহার কোলে
আদরেই যেন বেড়েই যাই- আকাশ ফুঁড়ে,
বেদনা কি- ? পাইনি আমি- একটু হলে,
কারণ, আমার হৃদয় স্থানে মা যে জুড়ে ।


তাইতো আমি মন্দিরে নয় মায়ের পায়ে
হাজার জীবন কাটাতে চাই মায়ের ছায়ে ।