হাতে হাতে এল আজ সন্দেশ,
বরফি, ও এল- রসগোল্লা,
নিয়তির ডাকে এই ‘দরবেশ’
হাসিতেই হলো-  হল্-হল্লা ।


খুশিতেই ভরে তাই দিলদ্বার
পুষিতেই থাকে এই মনটা,
গরীবের এই ছোটো দরবার-
ভেঙেদিল ব্যথা ভরা ক্ষণ’টা ।


আয়োজন এতে খুব অল্প
দুঃখের ভাগ তবু নাই যে-,
নিয়তির ডাকে, তবু সল্প
বিরাটের- আকারেতে পাই যে ।


রোশনা’তো- নাই, তবু লন্ঠন
সূর্য্যের মতো আলো দিচ্ছে,
পকেটেতে কড়ি আজ ঠনঠন
তবু জমা ব্যথা সব নিচ্ছে ।


‘দরবেশে- ছোটো তাই দরবার’
রাজসভা যেন আজ লাগছে,
ভাঙা, এই খড়ে ঢাকা ঘর’দ্বার
রঙ দিয়ে চালা-, মন আঁকছে ।