ঝলমলে রোদ,
ধুয়াশায়- আজকে হারায়
কার শোধ-বোধ
চলছে যে বড় বোঝা দায় ।
তাই ঘাসে ঘাসে
শিশিরের- কণায় কণায়
নেই কেউ পাশে,
বিপদ যে তারাও জানায় ।
কার শোধ-বোধ
চলছে যে বড় বোঝা দায় ।।


কতদিন ওই
গাছগুলো খিদায় খিদায়-
করে পইপই,
বলে দেয় আজকে বিদায় !
ঝলমলে রোদ,
ধুয়াশায়- আজকে হারায়
কার শোধ-বোধ
চলছে যে বড় বোঝা দায় ।।


শব্দের বাজি
আর, সিগারেট্ ধোঁয়ায়-
প্রকৃতির বাজি !
হেরে গিয়ে মাথা নোওয়ায় ।
যদি ধোঁয়া রোজ
এভাবেই প্রকৃতি সাজায়-
তবে বিনা খোঁজ-,
দুনিয়ায় বাঁচা বড় দায় ।