পুবের সূর্য পাটের ধাপে পৌঁছে গেলে-
আমার ঘরের চারটি দেওয়াল হয় মুক্ত,
আঁধার রাতে, তখন আমার পেটের শেলে
একটি মানব ঠিক গোপনে- হয় যুক্ত ।


ঘুমিয়ে থাকে পাশেই আমার একটি মেয়ে
জানতে পায়না, কারণ ও যে অবুঝ এখন,
তবু কখনো প্রশ্ন জাগে-, ওকেই চেয়ে  
‘নীরা ও কি- আমার মতো হবে তখন’ ?


যখন সে বড় হবে- এই সমাজেই !
তখন কি সে আমার মতোই একই রূপে
মুক্ত ঘরে ঢুকবে মানব বিহীন লাজেই ?
তখন কি সে জ্বলেই যাবে- গন্ধ ধুপে ?


হায়, ভগবান ! পাঠিয়ে দিয়ে- গরীব জেলে
কোন সাহসে ‘সুখের নোটিস্’ করিস্ মেলে ?