মন, অবুঝ মন
তুই, সারা বেলা কার কথা ভাবিস্ ?
মন, সারাক্ষণ-!
সেই-, স্মৃতি ভরা মনে কেন দাবিস্ ?
মন, জ্বালাতন-,
তোর- নেব না রে আর কোনো ভাই,
তাই, এ গোপন-
ব্যথা, মন, ‘তোকে- বিদায় জানাই’ ।।


মন, নব সাজে
আর, ওর কাছে যাস্ না আবার !
মন, তুই লাজে,
তার-, মুখ ঢেকে দে রে এবার ।।
মন, বৃথা কাজে
কেন-, কোস্ ! আমি পালাই পালাই?
মন, হৃদ-রাজে
রাখবো ! না, মন তোকে বিদায় জানাই ।।