দেখা নেই তার, আর-
দেখা নেই ভাইদের,
সব বেটা খুঁজে চলে
বড় বড় ফাইদের ।
মিষ্টি যে তেতো আজ
যত করি- কারুকাজ,
বুঝি নাকো ? আমি কোনো!
বুঝি নাকো তাইদের- ?
সব বেটা খুঁজে চলে
বড় বড় ফাইদের ।।


বিলেতের পাশ করা
-ওই হাবু ডাক্তার
বলেছিল-, ‘সোনা ভরা
কথা শুধু রাখ তার’ ।
কথা তাই রাখতেই
বেটা, ভোলা আঁকতেই-
দেওয়ালের চারপাশে
জমে গেছে, রাগ তার!
বলেছিল-, ‘সোনা ভরা
কথা শুধু রাখ তার’ ।।


কথা সে তো- রাখা দূর,
তাকে পাওয়া মুশকিল,
তাই ভেবে দুই পাশে
ব্যথাতেই-, ফাটে দিল ।
তাই আজ- ‘সেয়ানায়’,
যদি কোনো জিয়া নায়,
মৃত তবে- নিশ্চয়ই !
বোকাটার খেয়ে কিল ।
তাই ভেবে দুই পাশে
ব্যথাতেই-, ফাটে দিল ।।