বেশ খেলেছি-, হারা জিতায়,
বেশ খেলেছি প্রাতে,
বেশ খেলেছি পরের চিতায়,
বেশ খেলেছি রাতে ।
বেশ খেলেছি মায়ের কোলে
বেশ খেলেছি মাঠে !
কিন্তু-, এখন খেলার ছলে
সূর্য দেখি পাটে ।
হিসাবে তাই- খেয়ালিপনায়,
আনমনাও পাছে,
ফলাফল, আর মান গোনায়
‘শূণ্য’-, দেখি গাছে ।
শুনছি তাই-, ‘ভুল করেছি’
প্রতি পাতার তলে,
শূণ্য দিয়েই ভুল ভরেছি-,
তাইতো-, ফলাফলে-
সব হিংসে, কষন আমার
হারায় বিনা দামে ।
গড়ায়ে যখন-, শেষটি বার
সন্ধ্যা আমার নামে ।
নামবে সে তো-, জানা ছিল
তবু জানতাম না,
তাইতো ‘নিজেই-’ ব্যথা’ই দিলো
ভাবলো আর্বজনা ।
হতাশ তাই- এক কারণে,
‘ভুল করেছি আমি’,
তাইতো আজ শেষ চারণে
কেমনে হবো দামি-?


খেলাতো বেশ-, অনেক কিছু,
কিন্তু, আসল খেলা !
খেলেছি কি-? ফেলেছি পিছু,
করেছি অবহেলা ।
খেলিনি শুধু-, ‘ভালোবাসার
অমর-জিয়ন-কাঠি’,
নইলে বিনাই দামে আমার
হত কি- হাঁটাহাঁটি ?