প্রাপ্তির আশা যত- রোশনি ঠেকায়,
হারায় সকল ব্যথা । হয় হতাহত ,
রাত্তির শেষে আসা রোদেলা রেখায় ।
জীবন রাঙিয়া যায়- স্বর্ণের মত ।
পুষ্পও ফোটে তাতে, শাখে ও শাখে
কোকিলের স্বর আরো রাগে অনুরাগে
ভাঙে বেড়া নিয়তির । নিয়তির লাখে-
মরিচা হাটায়ে দেয়, হৃদয়ের বাগে ।


সকালে, সকলি তাই- হও জড়সড়,
রোশনি মেখেই নাও, হও আরো বড়ো ।


কারণ রোশনি সদা পাবে নাকো ভাই,
দিন শেষে ফের যাবে হারায়ে সকল,
মধু ভরা রাত্তির- মধু ভরা নাই;
রাতের আড়ালে শুধু রয়েছে নকল ।