*** কিছু ঘটনা বেশ আলোড়নের সৃষ্টি করে যায় এই বেদুইন মনে । ঠিক এমন একটি ঘটনা ঘটে গেল, যখন সবাই ঘুমে মগ্ন, তখন ঠিক রাত্রি তিনটার নাগাদ ভারতের কানপুর জেলায়-, একটি রেলের কয়েকটি বগি উল্টে গিয়ে- । প্রায় ১৪৫জন সব আশা নিরাশায় পরিনত হল সেখানেই আর  বাকিরা ২০০ জনের মতো লড়ছেন মৃত্যুর সাথে হাসপাতালে ।
তারই উপর নীচের কবিতাটি লিখলাম, কল্পনায় হলেও, বাস্তবের কিছু স্নেহ মমতার চিত্র অঙ্কন করলাম ।


বাড়ি ফেরার পালা আজ, মন জমে ক্ষীর
অপেক্ষাতে- মা, বাবা, আরো কতজনা,
মন তাই কোনো কাজে- নেই আজ স্থির,
গাঁয়ে-এ এই মনটা আজ বড্ড আনমনা ।


বকশিস্ও হাতে, তাই- খুশি ভরা মনে,
মা-বাবার আছে কিছু, আর ছোটো বোনের
খেলনা, জামা এমন কেনা যেন আলোড়নে
ব্যাগ খুললেই বিস্ফরিত-, হয় যেন মনের ।


ফোন করে বলা হল, ‘বসে গেছি আমি’;
মা বললেন ‘সাবধানে- আসিস্ রে খোকা’,
আমি বললাম, ‘একটি দিন, চলছি দ্রুতগামী’।
কিন্তু, মা, ভাবতে পারিনি এমনে পাবো ধোকা ।


তোমার কাছে পৌঁচ্ছনোর- কয়েক ঘণ্টা আগে,
‘মা, আমার- পিসে যাওয়া বুকে বড্ড লাগে’...।।