গর্বে ফাটে বুক-, তবু গর্ব নয় ।
মিলনে অগাধ সুখ, তবু সুখ নয় ।
‘জীবনের পথ সোজা’ । তবু সোজা নয়-
নিয়ে চলা শত বোঝা । সত্যই নিশ্চয় !


কারণ, সুখেতে ভরা- শত অন্যেয় ,
‘জন্মের আগে ওরা- গলা টিপে দেয়’ ।


তাই দিকে দিকে- আভাস তারি শুধু ।
ফুল তাই ফিকে । বিষে ভরা মধু ।
মাঠ ঘাট তাই, করে শুধু ধু- ধু- ।
‘সত্যই জানায় আজ- বঙ্গের বধু’


কারণ, কুফল তার- ‘পশুত্বই হলে-’
‘বেটি বাঁচাতে তার থাকা কোন দলে’ ?