পথ ভুলেছি, জানি না কিসের আশায়,
জানি না কিসের আশায় আছি মেতে ।
চলছি যাতে, বোঝানো যাবে না ভাষায়,
জানাই তবু-। ভীষণ খুশিই পেতে-
চলার পথেই- জীবনের যদি রথ,
হাসি মুখেই- তা নয় হবে এতে ।
পথ ভুলেছি, জানি না কিসের আশায়,
জানি না কিসের আশায় আছি মেতে ।।


বলছে লোকে, হারিয়ে যাওয়ার পথ,
হারাই তবে-! যদি রত্নে ভরা ।
আমি বলছি–, এ পথ বড় সত
মনের মতন হয়ত এতেই ধরা ।
তাই চলেছি-। হয়ত, তাই পথে-
কাঁটার পরেই আশারা ঠিকই মেতে ।।