বহু দ্বার খুলিয়াছে । বহুদূর- চলিয়া যাইবো আজি ।
যেখানেতে কেহ নাহি-, সেখানেতে বাঁধিবো এক বাসা,
নিয়া তবু যাইবো, তোমারে সে আশাও রইয়াছে খাসা;
একা তাই নাহি যাবো । কেহ যদি যাইতে হওগো রাজি
রচিবো, এমনি করি-  নদী, বিল, সবুজ ভরা ঘাসে-
দেখিবে হিংসুটে সব । পারিবে না, বলিতে কিছু আর,
এমনই রচিবো জগত-! পৃথিবী তাহাতে লাগিবে নিরাকার;
স্বপ্নের হইবে তাহা-। যাহা’তে, দুঃখ না আর আসিবে পাশে ।


পালিয়া যাইবো তাই-, বাঁচিতে, নিজেরি মতো করিয়া
গড়িবো নুতনি এমন, যেমনি- আগে রইয়াছিল জগত,
যেমনি আগে সোহাগ, আসিতো, হাঁটিয়া হাতটি ধরিয়া
যেমনি আগে মানব, জগতে- হইয়া থাকিত সত্ ।
তেমনি নুতনি জগত- আজি, গড়িয়া যাইতে কহি’বে-,
আসিবে তাই, একা যাবো নাহি- তোমারে আসিতে হইবে ।