অন্যায় বলে শুনি-, ‘‘আমাদের দরকার
নয়া এক পৃথিবীর নয়া এক সরকার ।
এই পুরা’তনটায়- বেঁচে থাকা বড় দায়,
ধীরে ধীরে মোরা তাই পড়ছি যে সজ্জায় ।
তাই আজ চাইছি- তোর গড়া পৃথিবী’’ !
জানি, তোরা ঢুকলেই ছারকার করে দিবি ।
কিন্তু কি জেনে রাখ্- পৃথিবীর ওই যাগা
তোর আর হিংসার কপালেতে আছে ‘ভাগা’ ।
ভাবছিস্ কেমনে ? আমরা কি বোকা’রে ?
তোরা কেউ পাশে নেই। পাবি তোরা ধোকা’রে ।
স্বপ্নের মাঝে তাই-  এলে তোর পদাঘাত,
সেই চাপে তোরা তাই মরবি যে নির্ঘাত !


যদি পড়ে মারা তবে- পা চাই সবারই !
তবে ঠিক ঘটবে,  হবে যাহা- হবারই !