ওই মা হারা শিশুটির কান্নায়-,
আজ বড় ব্যথা এই বুকেতে,
আমি, যাকে কাল রেখেছিনু ‘পান্নায়’,
তাকে আজ দেখছি যে- দুখেতে ।
ওই মা হারা শিশুটির কান্নায়-,
আজ বড় ব্যথা এই বুকেতে ।


আমি নিদারুন খুঁজে চলি তবু যে-,
ওরা কেন- ওই সব করছে !
আজ, আমাদের প্রভুরা কি অবুঝে-?
ধীরে ধীরে তারাও কি সরছে ?
আমি নিদারুন খুঁজে চলি তবু যে-,
ওরা কেন- ওই সব করছে ।


আমি চাই তার আজ তাই ধ্বংস,
যেখানেতে ওই সব নটবর
বেশ-, জমিয়েছে বিদঘুটে বংশ,
বেশ, চাই তাই একখানা সুখবর ।
আমি চাই তাই আজ তার ধ্বংস,
যেখানেতে ওই সব- নটবর  ।


তাই, আমি আজ, বীরদের হাঁটাতে,
আমি, পায়ে পায়ে তাল দেবো হাঠাতে ।