ঢাক থাকলে বাজাই মোরা
শাক্ থাকলে ঢাকি,
বাঘ দেখলে লাফিয়ে মোরা,
সজোরে খুব ডাকি ।


পাঁক থাকলে কোলে চড়ার
স্বাদটা হয় খুব !
কিন্তু যখন নিজের পালা,
এমনি হই চুপ ।


এটা এখন স্বভাব মোদের,
‘জলকে বলি চাল’,
সঠিক ভাবে বললে হবে
চালতা’কেও- চাল ।


কদর তবে বুঝবে কি আর
ও পাড়াদের ঢোলি ।
‘মুখ ফুটিয়ে বলি না যখন-
পেন ফুটিয়ে বলি-’ !