খুন করে, আজ তোরা দিচ্ছিস্ আশা,
পাপের পাপেই- তবু, হলি রে পাপী,
পান্নারা আজ- যখন হলো নিরাশা
বলতো তখন তোকে কি বলে ডাকি?


পাপী ? নাকি পাপীদের দাত্রী বলি- ?
তবু বলি এ দু’য়ের কোনোটাই নস্ !
দেখলাম, যখন ওদের- খুনেরি হোলি,
তখন থেকেই তোরা ‘মানুষই যে নস্’ ।


কারণ তোদের গায়ে নেই সেই খুন
যে খুন খুনের পরে- মাটিতে মেশে,
যে খুনে তোদের শরীরে- সাজায় ধুন,
যেই খুন নয়! আজ যায় ভেসে ভেসে ।


ভাবি তবু-, ‘কেমন যে এই ধরা শেলে
মানুষের মাঝে- কিছু পশুরাজ খেলে’ ?