শুলের শহরে ঘর নয় মোর
ফুলের শহরে ঘর,
মৌমাছি, আমি প্রজাপতি,
কে- ধরবি আমায় ধর ।


বকুল বনে, ওই চাঁপার বনে
লজ্জা রাঙা, আমি হাসির কনে,
পাহাড় কূলের ওই ফুলে ফুলে
আমি ঝর্ণা কলেবর ।
মৌমাছি, আমি প্রজাপতি,
কে- ধরবি আমায় ধর ।।


চাঁদের দেশে, ওই তারারই বেসে
জেগে থাকি, আমি ওই নিদ্রা দেশে ,
চন্দ্রাবীহিন- ওই অন্ধকারে
আমি- জোনাক চরাচর ।
মৌমাছি, আমি প্রজাপতি,
কে- ধরবি আমায় ধর ।।


নদীর ধারা, আমি অথৈ জলে
বসবাস করে থাকি কীটের দলে,
'সিলের পাশে মোর দিলের জমি'
আমি- সুখের জলচর ।
মৌমাছি, আমি প্রজাপতি,
কে- ধরবি আমায় ধর ।।