ঘুমিয়ে থাকা রোডের মাঝায় এক ভিখারি কনকনে
শীতের মাঝে শব্দ-বাজায় দেখতে পেল ‘বরকনে’ ।
তার মনেতে তখন এল-, ‘হয়ত গেলে মন্দ নয়,
এই রাতটা কাটবে ভালো, ঘুমে- কি আর ছন্দময় ?
কে কি আর বলবে বলো ! হয়ত দেবে খুব আদর,
তা হলে ভাই সোজাই চলো, গায়ে একখান দিয়ে চাদর’ !


কালবিলম্ব তাই না করে- এগিয়ে গেল দলের মাঝে
যেখানে ঠিক বাজার স্বরে ‘মাদল’ ছিল খুব কাজে ।
সেখানে সে- সুরের সাথে স্বরটি দিল তালে তালে,
‘গান শোনাবো আজকে রাতে, বরকনেদের মিল’কালে’ ।
তারপর যা ঘটলো শেষে  বর-যাত্রীর, বর-কনের
বলবো কি আর ভিক্ষাতে সে- তৈরী হলো একমনের ।


যার ছিল কাল সবই ফাঁকা, যে ছিল কাল ‘ক্ষুধ-শিকারি’,
‘সঙ্গী সে আজ হলো কাকা-’ ! যে কিনা কাল ছিল ভিখারি ।