তুই আমায় সঙ্গী করবি কি ?
নদী তুই- হাতটি ধরবি কি ?


নদী তোর সঙ্গে যাবো বয়ে !
‘চাই না থাকতে আর ভয়ে’ ।


আজ, নিজের মতো
          নিজের পরিচয়ে
নদী তোর সঙ্গে যাবো বয়ে ।


এ স্বপ্ন- অনেক দিনের,
তোর, জন্ম যত দিনের ।


তোর হয়ত মনে নেই-,
আমি-, ‘সেইদিনেরই সেই’ ।
যেদিন, একটি প্রাণ তুই-
স্থান দিলি তোর বুকে !
সেদিনের সেই- , সুখে,
ঠাঁই নিলাম তোর বুকে ।
সেইদিন ভালো বাসলাম আরো তোকে !


আর কি বা করি বল ?
তুইও জানিস্ ! দানব রূপে,
দেশ বিদেশে- মানব ধুপে
পুড়ছে 'গডে'র দল  ।
ওরা বানিয়েছে দেখ্ ! নিজের ঘরে-,
মানব মারার কল ।
আর কি বা করি বল ?


আমি বাঁচতে চাই নদী !
আমি, চলবো  নিরবধি ।


তাই, সব কিছু আজ ফেলে
নদী তোর- সঙ্গী হয়ে
          সঙ্গে যাবো ঠেলে ।