বাঁচতে শিখিনি
তাই বলে কি মানুষ মারার
কৌশল শিখেছি ?
আমি পারিনি,
আমি পারিনি ।


তবু দেখেছি ।
প্রতিদিন ওই পথের মাঝে
লক্ষ ভিড়ের নানান কাজে
মানুষ মরার তিথি,
ইতি-, কান্না শোনার গীতি ।
আমি শুনেছি
তাই শুনেছি-,
তবু, গাইনি আমি গীতি
বৃথা যায়নি তাই প্রীতি ।


কেমনে গাইবো বলো ?
মড়ার কান্না যে শুনতে পাই !
দূর ! বাঁচবো না আর ছাই ।